বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক ফারুক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করায় বুধবার সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এদিন সকাল ১১ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের সামনে থেকে মিছিলটি বের করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করে। এরপর তারা অধ্যক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দেয়।
শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় সরাসরি শিক্ষার্থীদের ন্যায্য দাবি বিরুদ্ধে অবস্থান করে তার নিজ ফেসবুক একাউন্টে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। ছাত্র আন্দোলনে যাওয়া শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা, একাডেমিক পরীক্ষার নম্বর বন্টনে ক্ষেত্রে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে।
এসময় ভূগোল ও পরিবেশ বিভাগের সকল শিক্ষার্থীরা প্রভাষক ফারুক হোসেনকে দ্রুত পদত্যাগ করে কলেজ থেকে বিদায় নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version