বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে দক্ষ স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে মফস্বলের কলেজগুলোতে প্রাক্তনীদের উদ্যোগে সান্ধ্যকালীন ভাষা শিক্ষা কোর্স চালু করা যেতে পারে। সেখানে ভাষার দক্ষতা অর্জন করে বিভিন্ন দেশে জনশক্তি রফতানি করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
তিনি বুধবার (১৯জুন) দুপুরে যশোরের চৌগাছার পাশাপোল আমজামতলা মডেল কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুণর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখেছি এই কলেজটিতে ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদান্যতায় একটি নতুন অবকাঠামো হয়েছে। কলেজের নানান সুযোগ-সুবিধা সমৃদ্ধ হয়েছে।
এই কলেজ থেকে আমরা প্রত্যাশা করি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীরা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায় শেষ করে বিশেষায়িত শিক্ষা নেয়ার জন্য তারা নামকরা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কলেজের সুনাম ও দেশের জন্য আমাদের শিক্ষার্থীদের যে কমিটমেন্ট সেই জায়গায় কাজ করার সুযোগ পাবে।
তিনি বলেন, আমি কলেজটির অ্যালামনাই এসোসিয়েশনের (প্রাক্তনীদের) সদস্যদের আহবান জানাবো ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে আনুষ্ঠিনকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সকল প্রাক্তনীরা মিলে একটি ফান্ড তৈরি করা যেতে পারে। কলেজের কোন শিক্ষার্থী যদি কোন প্রফেশনাল কোর্স করতে চায়, বৃত্তিমূলক কোর্স করতে চায়। দেশে এবং বিদেশে কর্মমুখি শিক্ষা অর্জন করতে চায় তাদের সহযোগিতা করা যেতে পারে।
তিনি প্রাক্তনীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ আমাদের এবারের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কর্ম সৃষ্টি করা, কর্মসৃজন করা, শিক্ষার্থীদের কর্মক্ষম করে গড়ে তোলা।
এই লক্ষে সবাই কাজ করবেন। তিনি বলেন, প্রাক্তনীদের উদ্যোগে কলেজে সান্ধ্যকালীন ভাষা শিক্ষা কোর্স চালুর ব্যবস্থা করা যেতে পারে।
মধ্যপ্রাচ্যে আরবী ভাষার অনেক চাহিদা আছে। দূরপ্রাচ্যে জাপানী ভাষা, চায়না ভাষা, কোরিয়ান ভাষার চাহিদা রয়েছে। ভাষা শিক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের মেয়েদেরও ভাষা শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। তারা যেন বিভিন্ন ভাষায় দক্ষ হয়ে গড়ে উঠতে পারেন।
শিক্ষামন্ত্রী বলেন, জাপানসহ বিভিন্ন দেশে আমাদের শিক্ষার্থীরা বৃত্তিমূলক শিক্ষা নিতে বা কাজ নিয়ে যান। তবে যশোর বা এ অঞ্চলের মানুষের বিদেশে কাজের জন্য যাওয়ার সংখ্যা খুবই কম। আমাদের সন্তানরা ভাষায় দক্ষ হয়ে বিদেশে কাজ নিয়ে যেতে পারেন এই কোর্সের মাধ্যমে তার ব্যবস্থা করা যেতে পারে।
তিনি বলেন, বিভিন্ন ভাষা শিখে তারা দক্ষ জনশক্তি হয়ে কাজ নিয়ে বিদেশে যেতে পারলে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে।
শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী ডিজিটাল মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় বাংলাদেশকে ডিজিটালাইজেশন করতে অন্য যারা ভুমিকা রেখেছেন তাদের অবদান স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারপুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্য অনুষ্ঠানের উপস্থিতিসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘বর্তমান শিক্ষা ব্যবস্থা দক্ষতা নির্ভর নাগরিক তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য সকলকে শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সহযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. তৌহিদুজ্জামান তুহিন। প্রধান আলোচক ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার।
কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের এপিএস কেন্দ্রীয় যুবলীগের সদস্য অমিত কুমার বসু’র সঞ্চালনায় পাশাপোল আমজামতলা মডেল কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক শাহবূব আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অরুন কান্তি রায় শিতন, চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।
সন্ধ্যায় ব্যান্ড শিল্পী গোষ্ঠী ‘‘শিরোনামহীন’’ এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় ব্যান্ড শিল্পী গোষ্ঠী ‘‘শিরোনামহীন’’ এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।