বাংলার খেলা প্রতিবেদক
যশোরে প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার মুসলিম একাডেমি স্কুল মাঠে প্রথম ম্যাচে স্বাগতিক যশোরের পুরুষদের ২৩-২২ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরুষরা।
ফারুক-তমাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
প্রীতি ম্যাচটিতে আকর্ষনের অন্যতম কারণ ছিল একবার এগিয়ে যায় স্বাগতিকরা। পরক্ষণেই আবার সমতায় ফেরা বা এগিয়ে যায় সফরকারীরা। দু’দলে শুধু প্রতিভাবান খেলোয়াড়াই ছিলেন না। জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়রা এ ম্যাচে অংশ নেন।
এ দু’টি দল শনিবার আবারও মুখোমুখি হবে।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ দেলোয়ার হোসেন খোকন। ক্রীড়া সংগঠক খায়রুল কবির চঞ্চলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাহিনুর রহমান তপু, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এজেডএম সালেক, নিবাস হালদার, মাসুদ রানা বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারুক-তমাল স্পোটর্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এমএ আকসাদ সিদ্দিকীয় শৈবাল।