আশাশুনি সংবাদদাতা
সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকার গলায় রশি দিয়ে আত্মহত্যার খবর শুনে প্রেমিক বিষপান করেছেন। তার অবস্থা আশঙ্কজনক। শুক্রবার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুন (২৪) (দুই সন্তানের জননী) এর সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের (২২) দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।

একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা তার প্রেমিকের হাত ধরে ঈদের মার্কেট করতে বুধহাটা বাজারে যায়। ফিরে আসার পর শাশুড়ি ও স্বামী জানতে পেরে বিতর্কে জড়িয়ে পড়ে। পরে সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মনিরা। খবর শুনে প্রেমিক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে নিহত মনিরার স্বামী আল-আমিন জানান , আমার স্ত্রীর শাহ আলমের সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার তারা দুইজন বুধহাটা থেকে ঈদের কাপড়-চোপড় কিনে নিয়ে বাড়ি ফেরে এই কথা জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানায় এই সংক্রান্ত ৯(২৯)৩ নং একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version