ঝিকরগাছা সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছা উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস।
সভায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নতুন জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন, জুনিয়র/দাখিল বৃত্তি পরীক্ষা, বিনামূল্যে সরকারি পাঠ্যবই বিতরণ কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছানুর রহমান, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহিব্বুল্লাহ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
