কেশবপুর সংবাদদাতা:
যশোরের কেশবপুর উপজেলাধীন মাগুরখালী বাজারে দীর্ঘদিন ধরে গোপনে জাল টাকা তৈরি ও বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুরের মাগুরখালী বাজারে অভিযান চালিয়ে আবু হানিফকে (২৫) গ্রেফতার করে।
তিনি উপজেলার কন্দর্পপুর গ্রামের বাসিন্দা। এ সময় আসামির কাছ থেকে ৮১ হাজার ৮ শত টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর, সিপিইউ, কালার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে জব্দকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
