নড়াইল প্রতিনিধি
প্রেম করার অপরাধে আরিয়ান নামে এক স্কুলছাত্রের রগ কেটে দেয়া হয়েছে নড়াইলে। প্রেমিকার মায়ের নির্দেশে ওই ছাত্রের হাত ও পায়ের রগ কেটে দেয়া হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী আরিয়ান মোল্যা (১৬) নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ মোল্যার ছেলে। সে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয় থেকে আগামী ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেমিকার মায়ের নির্দেশে মঙ্গলবার বিকেলে নড়াইল সদরের কাড়ার বিলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর আহত আরিয়ানকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরিয়ানের ঘটনার বর্ণনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে আরিয়ান অভিযোগ করে বলে- মঙ্গলবার বিকেলে তার দাদী তাকে ডেকে বলেন আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম পলাশ তাদের বাড়িতে আসছেন। তিনি কথা বলবেন। চেয়ারম্যানের সঙ্গে কথা বলার একপর্যায়ে বাড়ির মধ্যে ঢুকে তুষার শেখ ও রয়েল নামে দুজন তাকে টেনেহিঁচড়ে একটি প্রাইভেটকারে তুলে নেয়। গাড়ির মধ্যে ২ জন নারী ছিলেন। তারা পুলিশ লাইনসের সামনে নেমে যায়। গাড়ির মধ্যে কেউ কোনো কথা না বলে সোজা গোবরা রোড দিয়ে কাড়ার বিলে নিয়ে যায়। সেখানে গাড়ি থেকে নামিয়ে ঘেরপাড়ে নিয়ে তুষার, রয়েল, এলান তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। আহত অবস্থায় ভ্যানে করে আরিয়ান একাই সদর হাসপাতালে পৌঁছায় বলে আরিয়ান ভিডিওতে জানায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, স্কুলছাত্র আরিয়ানের সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার স্কুলপড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল যা মেয়ের মা মেনে নিতে পারেননি। এ নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এর জের ধরে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করে আরিয়ানের পরিবার।
নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক জানান, কোনো ধরনের অভিযোগ থাকলে প্রশাসনের কাছে জানাতে পারত। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি বা মাতবরদের সহযোগিতায় সহজে সমাধান করা যেত। এভাবে দিনদুপুরে একটা ছেলেকে তার বাড়ি থেকে তুলে নিয়ে হাত পায়ের রগ কেটে দেয়া, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ সুপারের নির্দেশে একাধিক টিমের সমন্বয়ে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালা করা হচ্ছে।
শিরোনাম:
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে