বাংলার ভোর প্রতিবেদক
বিভিন্ন ধরনের ফল গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত যশোরের মৌমাছি স্কুলের শিশু শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে প্রায় আড়াইশ’ শিশুর মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।

যশোর শহরের শাহ আব্দুল করিম সড়কে স্কুল ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক দীপঙ্কর দাশ। বিশেষ অতিথি ছিলেন, শিশু সাহিত্যিক সাংবাদিক মিলন রহমান ও সংগঠক-সমাজসেবক আব্দুল হালিম। উপস্থিত ছিলেন, মৌমাছি স্কুলের পরিচালক এসএম মাসুম বিল্লাহ ও প্রধান শিক্ষক সাগর বিশ্বাস। অনুষ্ঠানে স্কুলের প্রাক-প্রাথমিক পর্যায়ের প্রায় আড়াইশ’ শিশুর মাঝে বিভিন্ন ধরণের ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

Share.
Exit mobile version