বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার শহরতলীর নওয়াপাড়া ইউনিয়নে অবস্থিত পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং নির্মাণ ও হাইজিন সামগ্রি বিতরণ অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে ৯৩ ফাউন্ডেশন ও যশোর কমিউনিটি যুক্তরাজ্য আয়োজিত অনুষ্ঠানে এ টিন ও হাইজিন সামগ্রি প্রদান করা হয়। একই সাথে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
স্কুল মাঠ প্রাঙ্গণে ৯৩ ফাউন্ডেশন ও যশোর কমিউনিটি যুক্তরাজ্য আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহেরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত দৈনিক বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে প্রায় দুই শতাধিক ছাত্রী লেখাপড়া করে। বিগত দিনে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফল ভালোহলেও নানাবিধ কারণে স্কুলটি থেকে গেছে অবহেলিত। এ যেন প্রদিপের নিচেয় অন্ধকার। যার ফলশ্রুতিতে স্কুলের জরাজীর্ণ টিনের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কখনওবা প্রচণ্ড গরমে আবার কখনওবা বৃষ্টিতে ভিজে ক্লাস করতে বাধ্য হয়। এ অবস্থায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক ’৯৩ ব্যাচের বন্ধু আবু জাফর অন্যান্যদেরকে বিষয়টি অবহিত করেন। আর সেই সূত্র ধরে ৯৩ ফাউন্ডেশনের একটি টিম বিদ্যালয়টি পরিদর্শন শেষে ভালো কিছু করার তাগিদ থেকে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সাথে যোগাযোগ করেন। একপর্যায়ে যশোর কমিউনিটি যুক্তরাজ্য ৯৩ ফাউন্ডেশন ও শিক্ষকদের অনুরোধে ছাত্রীদের নির্বিঘ্নে পড়াশোনার কথা চিন্তা করে স্কুল মেরামত এবং স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে হাইজেনিক কর্নার তৈরি ও বিদ্যালয় মেরামতে অতিপ্রয়োজনীয় টিন দিতে সম্মত হয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রদানের দিনে শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে দেয়া হয় টিন ও হাইজিন সামগ্রি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দীন খান, সর্দার মেডিকেলের স্বত্ত্বাধিকারি ও ৯৩ ফাউন্ডেশনের এডমিন আবুল কাশেম, আলট্রাভিশন হাসপাতালের স্বত্ত্বাধিকারি ও ৯৩ ফাউন্ডেশনের এডমিন তিতাস আহমেদ, যশোর কমিউনিটি যুক্তরাজ্যের প্রতিনিধি তারিফ হাসান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর কমিউনিটি যুক্তরাজ্যের প্রতিনিধি স্কুলের শিক্ষক-শিক্ষিকা কর্মচারীবৃন্দ, অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও ৯৩ ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ বন্ধুরা।