বাংলার ভোর প্রতিবেদক
ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে যশোরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড প্রাঙ্গনে যেয়ে শেষ হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে দুপুর ২ টায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী, কওমী মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর ছাত্রসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা নাজির উদ্দীন, মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি শামসুর রহমান, মাওলানা আব্দুল হালিম, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি উবায়দুল্লাহ শাকির সহ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দগণ।
এ সময় বক্তারা “অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ফিলিস্তিনের নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলোও। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে।”
সমাবেশে বক্তারা আরো বলেন, “অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজায় যে গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে, তা ইতিহাসের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এই জুলুমের নেপথ্য কারিগর যুক্তরাষ্ট্র। আমেরিকার ছত্রছায়ায় ইসরাই গণহত্যা চালাচ্ছে দাবি করে বক্তারা ইসরাইলি বর্বরতা বন্ধে জাতিসংঘ ও ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে বলেন, এ ইস্যুতে মুসলিম রাষ্ট্রগুলোও ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি, যা দুঃখজনক ও হতাশার।
সমাবেশ থেকে গাজায় ইসরাইলি হামলা ও নির্বিচারে গণহত্যা বন্ধ, মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ, ইসরায়েলের বিচারের দাবি এবং অবৈধ আগ্রাসন বন্ধের জোরালো দাবি জানানো হয়। পরে মহান আল্লাহর নিকট ফিলিস্তিনের জনগণের জন্য দোআ কামনার মাধ্যমে মিছিল ও সমাবেশ শেষ করেন নেতৃবৃন্দ।
বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে এবং গাজার জনগণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে। এ সময় মিছিলকারীগণ ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; ‘ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান; ‘বয়কট বয়কট, ইসরাইল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই; বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; নারায়ে তাকবির, আল্লাহু আকবর; জেগেছেরে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে; ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন।