বাংলার ভোর প্রতিবেদক
যশোরের গদখালীতে ফুলের চাষ সম্প্রসারণ, রপ্তানীমুখী ফুল উৎপাদন ও উন্নতমানের বীজ সরবরাহসহ সংরক্ষনের বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ফুলচাষিদের নিয়ে বুধবার বিকালে ঝিকরগাছার পানিসারা গ্রামে অবস্থিত ফুল বিপণন কেন্দ্রে মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লাল তীর সীডের পরিচালক তাদোয়ার মোহাম্মদ আওয়াল ।
ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদকের ফারুক আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লাল তীর সীডের ডিভিশনার ম্যানেজার জুন্নুর রহমান, রিজিওনাল ম্যানেজার আরিফ মাহমুদ, ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথি তাদোয়ার মোহাম্মদ আওয়াল বলেন, ফুল চাষ ও বীজ নিয়ে গবেষণা চলছে। এ অঞ্চলের কৃষকদের মাঝে ফুলের বীজ সরবরাহ, রক্ষণাবেক্ষনের ব্যবস্থা ও রপ্তানী যোগ্য ফুল উৎপাদনে প্রশিক্ষণ দেওয়া হবে। ফুল সংরক্ষনের ব্যবস্থা হলে কৃষক লাভবান হবেন।
তিনি বলেন, বাংলাদেশের কোন এলাকার মাটি কোন ধরণের ফুল চাষের জন্য উপযুক্ত তার পরীক্ষামূলক কাজ চলছে। যশোর অঞ্চল ফুল চাষের জন্য উপযুক্ত প্রমাণিত হলে এখানে ল্যাব স্থাপনের চিন্তাভাবণা আছে।