মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল নির্বাচন এবং সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি দীর্ঘ কারাবাস, রাজনৈতিক অবমূল্যায়ন এবং পরিবারের ওপর দীর্ঘদিনের চাপকে সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এসব অভিজ্ঞতার কারণে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই এবং সক্রিয় রাজনীতি থেকেও নিজেকে প্রত্যাহার করছেন।

কাজী সালিমুল হক কামাল তার পোস্টে বলেন, ২০১৭ সালে একটি মামলায় কারাবরণ করার পর দীর্ঘ সময় কারাভোগ করতে হয় তাকে। ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি মুক্তি পান। মুক্তির পর মাগুরায় একাধিকবার সফরে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা লক্ষ্য করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনের জন্য মাগুরা-২ আসনে প্রার্থী নির্ধারণে তৃণমূল নেতাকর্মীদের মতামত প্রতিফলিত হয়নি। তার দাবি, স্থানীয় পর্যায়ের অধিকাংশ দায়িত্বশীল নেতা লিখিতভাবে আপত্তি জানালেও সেই মতামত আমলে নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের পুনর্বাসনের প্রবণতা দলীয় সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে পারে। তৃণমূল উপেক্ষিত হলে মাঠপর্যায়ের নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

পরিবারের অনুরোধ ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন।

এ বিষয়ে শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান বলেন, দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কাজী সালিমুল হক কামাল নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

Share.
Exit mobile version