বাংলার ভোর প্রতিবেদক
ঢাবি ও জাবিতে সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে জুলাই বিপ্লবীদের “”Bring Back Justice” মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর। বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম নেতৃত্বদানকরী জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, আইনের শাসন কায়েম হোক। একটি লোকও যেন প্রতিহিংসার বা mob justice-এর শিকার না হয়। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা এখনো উজ্জীবিত আছে এবং তারা এই ধরনের অসহিষ্ণু আচরণ করে ছাত্রসমাজকে কলঙ্কিত করছে। এ কাজ আমাদের নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এবং মানুষ মারার পক্ষে কোন সচেতন ছাত্র নয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম ছাত্রনেতা মাসুম বিল্লাহ বলেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ভাবে ছাত্র সমাজকে কলঙ্কিত করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল ঢাবি ও জাবি তে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দোষী যেই হোক সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, মব জাস্টিস বন্ধ করার আহ্বান জানাবো সবাইকে। আপনারা ছাত্রসমাজের উপর ভরসা করুন কারণ ছাত্রসমাজ মাঠ ছাড়লে সুবিধাভোগীরা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে। এই বাংলায় আর একটি বিচার বহির্ভূত হত্যাকান্ড চাইনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দীপ্র রায়, রাদ হোসেন, পিয়াস হোসেন, নির্ঝর শেখ, রোশি, সাফওয়ান শেখ, প্রান্ত শেখ, সাহিল শেখ সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।