বিবি প্রতিবেদক
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আজ সোমবার যশোরের বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’ দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চত করেছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বড়দিনে সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে দুদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুইদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ বলেন, খ্রীষ্টধর্মের বড়দিন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। মঙ্গলবার থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
শিরোনাম:
- মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
- মাগুরায় গরু চুরি অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বেনাপোলে শ্রমিক সংগঠনের দোয়া
- বাগআঁচড়ায় দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান: জরিমানা
- ওসমান হাদি ও জুলাই শহীদদের ন্যায়বিচারের দাবিতে যশোরে রোড মার্চ
- যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় পরশ-সাগর রিমান্ডে
- খালেদা জিয়া সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন : নার্গিস বেগম
- যশোরে সূর্যের দেখা মিললেও বেড়েছে শীতের তীব্রতা

