বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় বড় ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে ছোটভাই আল হাসান (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে ঝিকরগাছার গাজীর দরগায় এতিমখানা মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এঘটনা ঘটে। আহত আল হাসান ওই এলাকার মৃত সোহাগ গাজীর ছেলে। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাসান ও হুসাইন দুই ভাইয়ের মধ্যে বাকবিডণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হোসাইন তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে হাসানের মাথায় আঘাত করে। এঘটনায় তার মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তার মাথায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে। ২৪ ঘন্টা পার না হলে তাকে আশঙ্কমুক্ত বলা যাচ্ছে না।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version