বুলবুল আহমেদ, বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের সহযোগিতায় আগুনে পুড়ে যাওয়া দুটি পরিবারকে ২টি এঁড়ে বাছুর ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নাজমুল হক বিপিএএ’র সমন্বয়ে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গরু ও ঢেউটিন ও তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী (সৌরেন)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খাঁন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।