খাজুরা সংবাদদাতা

দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দলের ইউনিয়ন শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন সভাপতি হাফেজ মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের জেলা সহসভাপতি মাও. নাজমুল হুদা। ইসলামী আন্দোলনের জেলা শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাও. ফজলুল করীম প্রধান বক্তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ এ ইসলামী দলটি দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সব আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল। আমাদের কর্মীরা ৫ আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতে ত্রাণ তৎপরতায় সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে।

গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মাও. মুজাহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সাংগঠনিক সম্পাদক মাও. আইয়ূব হোসেন, বন্দবিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাও. হাসিবুর রহমান, সহসভাপতি মাও. আসাদুজ্জামান, লেবুতলা ইউনিয়নের সভাপতি মাও. সাখাওয়াত হোসেন, যুব আন্দোলন বন্দবিলার সাধারণ সম্পাদক মাও. শিহাউদ্দীন প্রমুখ। বৃষ্টি উপেক্ষো করে গণসমাবেশে ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version