বাংলার ভোর প্রতিবেদক
তিন বন্ধু একসাথে খালের পানিতে গোসলে নামার পর লাশ হয়ে ফিরলেন আবদুর রহমান নামে এক যুবক। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে যশোর সদর উপজেলার ধানঘাটা নালিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুর রহমান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।
নিহতের খালা মনি খাতুন জানান, গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয় আবদুর রহমান। এরপর আর ফিরে আসেনি। মোবাইলের মাধ্যমে জানতে পারি আব্দুর রহমানের লাশ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২ টায় তিন বন্ধু মিলে খালে গোসল করতে নামেন। গোসল শেষে দুইজন উঠে এলেও একজন ডুবে যায়। তখন বাকি দুইজন স্থানীয়দের সহযোগিতা চান। আশপাশের মানুষ খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, যুবকের পরনে থাকা জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিল। মরদেহ উদ্ধার করে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।