দেবহাটা সংবাদদাতা
দেবহাটা উপজেলা সমিতির নেতৃবৃন্দ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মহাপরিচালকের সাথে মতবিনিময় করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করায় অতিরিক্ত সচিব ড. মো. কামরুজ্জামানকে দেবহাটা উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে অভিনন্দন, মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ড. খলিলুর রহমান, আহ্বায়ক মোহাম্মদ খাইরুল ইসলাম, সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু এবং আরও অনেক সদস্যবৃন্দ। এ সময় মহাপরিচালকের সাথে উপজেলার উপজেলার কোমরপুর ও ভাতশালা এলাকায় নদীভাঙন রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাটার বিস্তার রোধসহ বিভিন্ন্ বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় মহাপরিচালক উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা প্রশাসক এবং দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের দিকনির্দেশনা প্রদান করেন।