বাংলার ভোর প্রতিবেদক
৬০ উর্ধ্ব মায়েদের মাঝে ইফতার সামগ্রি তুলে দিয়েছে জয়তী সোসাইটি। বুধবার সকালে জয়তী সোসাইটির কার্যালয়ে ৪০০ জন মায়ের হাতে এ ইফতার সামগ্রি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এ.জেড.এম সালেক, সদস্য মবিনুল ইসলাম মবিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি।
বক্তব্য রাখেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেছা, নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগম, সহ-সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস, যশোর সরকারি মহিলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপিকা দিলরুবা খানম, দাউদ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মমতাজ বেগম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, দাতা সদস্য ফিরোজ খান, সাইফুজ্জামান মজু, জাহিদুর রহমান গোলদার ও সামাজিক ব্যক্তিত্ব সালেহা খাতুন প্রমুখ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি নূরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম বলেন, জয়তী সোসাইটির এই ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচিকে সাধুবাদ জানাই। আজকের এই মায়েরা জীবনের অনেক মুহূর্ত দেখেছেন। জীবনকে বিভিন্নভাবে উপলব্ধি করে এই পর্যন্ত এসেছেন। আপনারা মায়েরা যখন খুশি ডিসি আফিসে আসবেন। আমরা ভাগ্য নিপিড়ীত মায়েদের পাশে সব সময় আছি।
জয়তী সোসাইটি ২০০৮ সালে ১১৩ জন বয়স্ক মায়েদের নিয়ে এই সেবা কার্যক্রম চালু করেন। বর্তমানে সেবা গ্রহীতার সংখ্যা ৪০০ জন। রমজান উপলক্ষে ছোলা, চিড়া, মুড়িসহ বিভিন্ন ধরনের শুকনো খাবার পেয়ে বয়স্ক মায়েরা খুশি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।