বাংলার ভোর প্রতিবেদক
ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। ফুল হাতে চৌগাছা পৌর শহরের ভাস্কর্যের মোড়ে দাঁড়িয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য। পৌর শহরে আগত সকল শ্রেণি পেশার জনগণকে জানানো হচ্ছে ফুলেল অভ্যর্থনা। একই সময়ে থানায় প্রবেশ করতেই সাধারণ মানুষকে ফুল দিয়ে জানানো হচ্ছে অভ্যর্থনা। ভেতরে গেলে তাদের আপ্যায়ন করা হচ্ছে চা ও চকলেট দিয়ে। গতকাল বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে এটি ছিল চৌগাছা থানার চিত্র। পুলিশের এ উদ্যোগে মুগ্ধ সেবাপ্রার্থী ও সাধারণ মানুষ।
চৌগাছা উপজেলার পেটভরা গ্রামের আশিকুল ইসলাম মিথুন (২৩) বলেন, আমার একটি বেসরকারি ব্যাংকের চেক বই হারিয়ে গেছে। এ কারণে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছি। থানায় সেবা নিতে পুলিশ কোনো টাকা নেয়নি বরং ফুল দিয়ে বরণ ও চকলেট দিয়ে আপ্যায়ন করেছে।
জগদীশপুর ইউনিয়নের হোসনে আরা বেগম (৫০) বলেন, আমার বিকাশের টাকা অন্য মোবাইলে চলে গেছে। এ সংক্রান্ত থানায় একটি অভিযোগ দিতে এসেছি থানায়। থানায় ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা। ডিউটি অফিসার আমাকে ডেকে চেয়ারে বসালেন এবং চা খাওয়ালেন। পরে কথা শুনলেন এবং কাজ শেষে সুন্দরভাবে বিদায় জানালেন।
এ প্রসঙ্গে ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ভালোবাসা দিবস ও বসন্তবরণকে সামনে রেখে পুলিশ সম্পর্কে মানুষের মনের ভেতরে ভালোবাসার আশ্রয়স্থল তৈরি করতে চাই। তাই এ আয়োজনে পৌর শহরের সকল শ্রেণী পেশার মানুষ ও থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থীকেই ফুল ও চকলেট দিয়ে এভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে। পুলিশকে আরও জনবান্ধব করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শিরোনাম:
- তারেক রহমানের জন্মদিনে যশোরে শিক্ষা উপকরণ বিতরণ
- ইয়াভ ফাউণ্ডেশন চেয়ারম্যান জন্মদিন উদযাপন
- সাবিরা নাজমুল মুন্নির পথসভা ও মিছিলে মানুষের ঢল
- যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ভোট স্থগিত
- বাপাউবো যশোরের সেই মহাসিন আলীকে পাবনায় বদলি : তদন্ত কমিটি গঠন
- ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচারণ : ২ ছাত্রদল নেতাকে শোকজ
- দীর্ঘ প্রতীক্ষার পর যশোর মেডিকেল কলেজের ৫শ’ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ শুরু
- যশোর সদর আসনে বেশি সরব এনসিপি নেতারা

