বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে বহিরাগতদের হামলায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই বহিরাগতকে আটক করেছে। রোববার দুপুরে কলেজটির আব্দুল হাই কলা ভবনের সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুস সামাদ, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের নাইমুর ইসলাম নোমান এবং ইতিহাস বিভাগের জাহিদ হাসান সেজান। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আটকরা হলেন, শহরের কাজীপাড়া ও রেলগেট এলাকার ইমরান আর মাসুদ ও সাজ্জাদ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলেজের দক্ষিণ গেট দিয়ে মোটরসাইকেলে বেপরোয়া গতিতে প্রবেশ করে ইমরান ও সাজ্জাদ। একপর্যায়ে তারা শিক্ষার্থী আসিফের সাইকেলের সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি জানানো হলে শিক্ষার্থীরা তাদের কাছে জানতে চাইলে উল্টো উত্তেজিত হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন তিন শিক্ষার্থী।
আহত আব্দুস সামাদ জানান, “কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহায়তার জন্য আমরা হেল্প ডেস্ক করেছিলাম। সেখানে বসে থাকার সময় দেখি দুই বাইক আরোহী এক ছোট ভাইকে গালাগালি করছে। আমরা প্রতিবাদ করতেই আমাদের উপর তেড়ে আসে এবং চাকু দিয়ে হামলা চালায়।”
খবর পেয়ে কলেজ প্রশাসন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি চাইনিজ ছুরি উদ্ধার করে।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।