বাংলার ভোর প্রতিবেদক
তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে যশোরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন। শুক্রবার দিনব্যাপি ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ উপলক্ষে যশোর সদরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমি রঙিন হয়ে উঠেছিল ৬০০ তরুণ ফুটবলারের পদচারণায়। একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্জেন্টিনার অ্যাম্বাসাডর মি. মারসেলো কারলোস সিসা।
এ সময় ভাষা সৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন তিনি। এরপর ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন করতে এসে আর্জেন্টাইন রাষ্ট্রদূত জানালেন বাংলাদেশের ফুটবলের রঙিন ভবিষ্যৎ। আর তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে এই ধরনের ব্যকিক্রমধর্মী এই আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।
বাফুফের উদ্যোগে আয়োজিত দিনব্যাপি এ ফেস্টিভ্যালে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমির ৬০০ জন ক্ষুদে ফুটবলার অংশ নেয়। একাডেমি মাঠে ৭ থেকে ১৪ বছর বয়সী ফুটবলাররা একটি সংক্ষিপ্ত ম্যাচে অংশ নেয়। অতিথিরা তাদের ক্রীড়ানৈপূণ্য উপভোগ করেন। দিনব্যাপি ফুটবল উৎসবে মেতে ওঠে যশোরের ফুটবল একাডেমিটি। সামনে থেকে বাফুফে কর্তারাও উপভোগ করুন আগামীর হামজা-জামালদের প্রতিচ্ছবি হয়ে ওঠা তরুণ ফুটবলারদের লড়াই। তৃর্ণমুল পর্যায়ে এই ধরণের আয়োজনকে সাধুবাদ জানিয়েছে খুলনা বিভাগ থেকে আসা ক্ষুদে খেলোয়াড়, কোচ ও অভিভাবকেরা। জানান, তৃর্ণমূল থেকে উঠে আসবে মেধাবি খেলোয়াড়।
ফুটবলে বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক নতুন কিছু নয়। দুদেশের ফুটবলপ্রেমীরা একে অন্যের সাফল্যে উৎসবে ভাসে। যার স্পষ্ট চিত্র দেখা গিয়েছিল সর্বশেষ কাতার বিশ্বকাপেও। ধীরে ধীরে দুদেশের ফুটবল প্রেম আরও গভীর হচ্ছে। এই যেমন-শুক্রবার বাংলাদেশি তৃণমূলে ফুটবলারদের লড়াই দেখতে যশোরে ছুটে গেলেন বাংলাদেশে নিয়োজিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মি. মারসেলো কারলোস সিসা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে যশোরের শামস উল হক হুদা ফুটবল একাডেমির ফুটবল উৎসব উপভোগ করলেন তিনি। মূলত ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ উপলক্ষে যশোরে এই ফুটবল উৎসবে প্রধান অতিথি হয়ে যোগ দেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত। তিনি জানালেন, ‘গ্রামেও এই ধরণের আয়োজন নিয়ে বিস্মত হন। জানান, বাংলাদেশের ফুটবল উন্নয়নে সব সময় পাশে থাকবে। ইতোমধ্য তারা দিনকে দিন উন্নতি করছে। এমন ফুটবল উৎসব উপভোগ করার দিনে সাংবাদিকদের বাংলাদেশের ফুটবল নিয়ে আশার কথা শোনান কারলোস সিসা। আর্জেন্টাইন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা হয়। এখানে ধনি-গরিব, ছোট-বড় সবস্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসে। ফুটবল খেলার আনন্দ সকলেই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশে ফুটবলের সফলতা আসবে। বাংলাদেশ ফুটবলে এগিয়ে যাবে।’’
গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহের উদ্বোধনকালে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেন, ‘আমরা তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ৬০০ ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড। বাফুফের অন্তর্ভুক্ত রয়েছে ২২২টি একাডেমি। প্রতিটি একাডেমির পেছনে বাফুফে কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকে। কারণ গ্রাসরুটস লেভেলে আমাদের খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এসব ফুটবলারের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে দুই দেশের ফুটবল উন্নয়নের জন্য একটি লিখিত চুক্তি আছে। একইসঙ্গে দুই দেশের সমর্থকদের ভালোবাসা রয়েছে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন। যা খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করবে। আমরা চাই, শামস্-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে, তাতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদী, ওহেদ উদ্দীন চৌধুরী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, সদস্য ইকবাল হোসেন, গোলাম দাউদ, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন শাহিন, সাইদুর রহমান মনিসহ বাফুফের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। এদিকে, ক্ষুদে খেলোয়াড়দের বিকালে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
শিরোনাম:
- যশোরে সবজি ও চালের দাম কমলেও স্থিতিশীল মাছ ও মাংসের দর
- দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ধ্বংস করেছিল স্বৈরাচর আ.লীগ-তাবিথ আওয়াল
- চৌগাছায় পবিস’র ব্যর্থতায় জনদুর্ভোগ, সংস্কার দাবি এবি পার্টির
- বিএনপি তরুণদের ভাবনাকে মূল্যয়ন করছে : তাবিথ আউয়াল
- মণিরামপুরে জামায়াতের যুব সমাবেশ
- যশোরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ দফা দাবিতে যশোরে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল
- বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ রঙিন: আর্জেন্টিনার অ্যাম্বাসাডর