বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এই ইফতার অনুষ্টিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, মানব রচিত মতবাদ ও শাসনব্যবস্থার মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠিত হয়নি। একমাত্র কোরআনী শাসনই প্রকৃত মুক্তির পথ বলে তারা মত প্রকাশ করেন।
‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাজিরুদ্দীন, মুফতী হাফিজুর রহমান ও মাওলানা মাসুম বিল্লাহ।
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা আব্দুল মান্নান বলেন, দেশের জনগণ আর কোনো ফ্যাসিস্ট সরকারকে দেখতে চায় না। সবাইকে কোরআনী শাসন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে হবে।
সম্প্রতি শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশে কোরআনের বিধান বাস্তবায়নের আহ্বান জানান।
মুফতি রফিক শোয়াইবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মুফতী তাওহীদুর রহমান, মাওলানা আব্দুল করিম, মাওলানা জয়নুল আবেদীন, মুফতী শহিদুল্লাহ কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।