বাংলার ভোর প্রতিবেদক
বিকেএসপির মহাপরিচালকের নামে মিথ্যা, ভিত্তিহীন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বেসরকারি ক্রীড়া সংগঠন বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বিকেএসপির সাথে বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়নের কোন সম্পর্ক নেই। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলামের বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক। তারা বলেন, ভিয়েতনামের আন্তর্জাতিক পুলিশ তায়কোয়ান্দো প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে দুটি ভিন্ন দল অংশগ্রহণ করতে গেছে। একই দেশে একই ভেন্যুতে বাংলাদেশের দুটি দলের খেলোয়াড়গণ, টিম ম্যানেজার, কোচ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ একই দিনে একই বিমানে যেতে পারে। বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়ন যশোর জেলা শাখার সকল প্রশিক্ষক খেলোয়াড় ও ছাত্র-ছাত্রীগণ উল্লিখিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ফেডারেশনের এবং ভুয়া তাইকোয়ান্দো খেলোয়াড় কল্যান সমিতির সকল দুর্নীতিবাজ আওয়ামী অনুসারীদের বহিস্কার দাবি করছি।
বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় তায়কোয়ানদো ইউনিয়নের সভাপতি ও বিভাগীয় প্রধান প্রশিক্ষক এস কে ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক ও সহকারী প্রধান প্রশিক্ষক মো. তবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান।
শিরোনাম:
- রোটারি ক্লাব অব যশোর ইস্টের ৩৯তম অভিষেক ক্রিকেট সকলের ভালবাসার জায়গা : বিসিবি প্রেসিডেন্ট
- কমতির পথে সবজি-মাছ : স্বস্তিতে ক্রেতা
- হাদির মৃত্যুতে যবিপ্রবিতে গায়েবানা জানাজা, শনিবার ক্লাস পরীক্ষা বন্ধ
- বেনাপোল সীমান্তে বিক্ষোভ : হাদির খুনিদের ফেরত দিতে আলটিমেটাম
- ৮ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত স্বজন সমাবেশে অমিত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে পারিবারিক কার্ড চালু করা হবে
- স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: যবিপ্রবি উপাচার্য
- যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমির ভর্তি ট্রায়াল ফুটবলার হওয়ার স্বপ্ন ওদের চোখে-মুখে
- নিখোঁজের ২২ দিন পর সেই পুলিশ কনস্টেবলের খোঁজ মিলেছে পঞ্চগড়ে, তবে জীবিত নয়
