বাংলার ভোর প্রতিবেদক
মনিরুল ইসলামকে সভাপতি, কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন খুলনা বিভাগীয় আংশিক কমিটির গঠন করা হয়েছে। শনিবার দুপুরে যশোর পৌরসভা কার্যালয়ে সংগঠনের প্রতিনিধি সভা থেকে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কমিটিতে রফিকুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম নুরুজ্জামান। পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা ও সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান জিল্লু। এর আগে প্রতিনিধি সভায় খুলনা বিভাগের পৌরসভার কর্মচারী ফেডারেশন সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন।
নেতৃবৃন্দরা বলেন, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা যখন পৌরসভার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে; তখন অনেক কর্মচারীকে শোকজ, বহিস্কার করেছে। এখন এই পরিবর্তিত সময়ে সেই সব কর্মচারীদের বহিস্কারাদেশ প্রত্যাহারের সময় এসেছে। দ্রুত তাদের বহিস্কার প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিগত সময়ে বঞ্চিত হওয়ার নানা তথ্য তুলে ধরেন নেতৃবৃন্দ। আগামীতে যারা নেতৃত্ব আসবেন; তারা কর্মচারীদের অধিকার নিয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন।
