বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের চিতালমারীতে শিহাব শেখ নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা গ্রামের একটি ঘর থেকে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

এদিন বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু শিহাব শেখ। এ ঘটনায় এক কিশোরকে (১৭) আটক করেছে পুলিশ। আটক ওই কিশোরের ঘর থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শিহাব শেখ চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, শিশু শিহাবের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। বিকেলে শিহাবের হাত-পা বেঁধে হত্যা করে নিজ ঘরে ফেলে রাখে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।

Share.
Exit mobile version