বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে বাঘারপাড়ায় গাঁজাসহ দুই জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে সাজা প্রদান করেছে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর মঙ্গলবার বাঘারপাড়ার জামদিয়া গ্রামে আদালত পরিচালনা করে। এ সময় ওই গ্রামের আহাদ বিশ্বাস (৫০) ও শালবরাট গ্রামের রাজীব হোসেনকে (৩৫) পৃথক অভিযানে দুইশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বাঘারপাড়া ইউসুফ মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আহাদ বিশ্বাসকে ৩০ দিন কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং রাজীব হোসেনকে ১০ দিনের কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Share.
Exit mobile version