বাংলার ভোর প্রতিবেদক
আজ (রোববার) যশোরের বাঘারপাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে হাসপাতাল সভা কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ জ্যোতি ঘোষ সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনামুল হক বাবুল এমপি। বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌরসভার মেয়র কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন, মেডিকেল অফিসার তাসনোভা ইসলাম তিথি, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন বিশ্বাস।
সভায় হাসপাতালের জনবল, সমস্যা ও উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।