বাংলার ভোর প্রতিবেদক
আমদানিকৃত ফলের ওপর বাড়তি শুল্ককর করায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে আপেল, আঙুর, কেনু, মালটা ও আনার জাতীয় ফল আমদানি। গত ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে প্রতিকেজি ফলের শুল্ককর ১০১ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা দাঁড়ায়। শুল্ককর বাড়ানোর কারণে দেশে আমদানিকৃত ফলে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করবে সরকার। এদিকে রমজানের ঠিক আগ মুহূর্তে ফলের ওপর শুল্ককর বৃদ্ধিতে নাখোশ ব্যবসায়ী ও ক্রেতারা।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় দেড়শো ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব জাতীয় কাঁচামাল আমদানি হয়ে থাকে। এর মধ্যে শতাধিক ট্রাক থাকতো আপেল, আঙুর, কেনু, মালটা ও আনার জাতীয় পণ্য। আগে ফল আমদানিতে ২০ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হতো। এতে প্রতিকেজি ফলে সরকারকে রাজস্ব দিতে হতো ১০১ টাকা। হঠাৎ করেই গত ০৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন এক নির্দেশনায় ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে বর্তমানে কেজিতে ১৫ টাকা শুল্ককর বেড়ে দাড়িয়েছে ১১৬ টাকায়। ফলে আমদানি খরচ বাড়ায় দাম বাড়িয়েছে খোলা বাজারে বিক্রেতারা।
এদিকে, ফল কেবল বিত্তশালীদের খাবার নয়। ডেঙ্গু ও সাধারণ জ্বরের রোগীর পথ্য হিসেবে বাড়তি চাহিদা থাকে মাল্টাসহ বিভিন্ন ফলের। এছাড়া রমজানের ঠিক আগমুহূর্তে ফলের দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের ফল ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বর্তমানে খুচরা বাজারে এক কেজি আপেল প্রকার ভেদে ৩০০-৩৬০ টাকা, মালটা কেজি ৩০-৩২০ টাকা, কমলা ২৫০-৩০০ টাকা এবং আঙুর প্রকার ভেদে ৪৫০-৫০০ টাকা, ডালিম ৪৫০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
সাধারণ ক্রেতা রাবেয়া বেগম জানান, কেজিতে ফলের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সামনে রমজানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।
বেনাপোল খুচরা বাজারের ফল বিক্রেতা রফিক জানান, শুল্ককর বেড়েছে বলে আমদানিকারকেরা বেশি দাম নেয়ায় খুচরা বিক্রেতাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ায় ক্রেতাও কমেছে।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ সহকারী শ্যামল কুমার নাথ জানান, শুল্ককর বৃদ্ধিতে হঠাৎ করে ফলের আমদানি কমেছে। তবে যে সব ফলজাতীয় পণ্য আসছে দ্রুত খালাসে সহযোগিতা করা হচ্ছে।
শিরোনাম:
- চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল
- সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি মধুমেলা উদ্বোধন আজ
- শিল্পী এসএম সুলতান জন্মশতবর্ষ উৎসব গ্রাফিতি উন্মোচন ও শিল্পকর্ম প্রদর্শনী আজ
- বাড়তি শুল্ককর আরোপ বেনাপোল বন্দরে কমেছে ফল আমদানি
- দুই মামলায় জামিন পেলেন যশোর জেলা আ.লীগ সভাপতি মিলন
- বেনাপোল সীমান্ত ১৫ বছরে ৪১ বাংলাদেশি হত্যা করেছে বিএসএফ!
- মাঘের দ্বিতীয় সপ্তাহে বেড়েছে শীত
- যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ সমাবেশ