অভয়নগর প্রতিনিধি
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদনে সাড়া দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এনামুল হক বাবুলের প্রার্থিতা বহাল রয়েছে এবং তার নির্বাচনে কোনো বাধা রইলো না।
গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল ও ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায়।
শুনানি শেষে ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করলে হাইকোর্টে রিট করেন তিনি। গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করলে ১৯ ডিসেম্বর চেম্বার আদালত তার প্রার্থিতা ফেরত দেন।

Share.
Exit mobile version