চুড়ামনকাটি সংবাদদাতা
বুধবার সাউথইস্ট ব্যাংক পিএলসি হৈবতপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন ও গ্রাহকদের আর্থিক সচেতনতা মূলক অনুষ্ঠানটি বাজারের এসকে টেডার্সে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান সাজ্জাদুল কবীর,
যশোরের এসএমই কৃষি শাখার প্রধান এ কে এম আসাদুজ্জামান সোহাগ,
সাউথইস্ট ব্যাংকের রুপদিয়া শাখার প্রধান খালিদ ইমরান, নির্বাহী কর্মকর্তা সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের জহুরুল ইসলাম,
এজেন্ট ব্যাংকিং পিএলসি হৈবতপুর এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী সাংবাদিক শহিদুল ইসলাম, শামসুল আলম, মনির হোসেন ভুট্টো প্রমুখ।
অনুষ্ঠানে আব্দুল বারী বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ক্লাসের প্রথম ও দ্বিতীয় মেধাবীদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যাংকের গ্রহকবৃন্দ উপস্থিত ছিলেন।

