মাগুরা সংবাদদাতা
বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাগলা হেলাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সভাপতি এবং বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট মাগুরার সভাপতি অধ্যাপক আফজাল হোসেন। প্রধান বক্তা ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ।

মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাশিস মাগুরার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান। উপস্থিত ছিলেন জেলা কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কাননসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

সম্মেলন শেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে আগামী ৫ অক্টোবর ঢাকায় মহা সমাবেশে যোগদানের জন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের আহবান জানানো হয় ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version