বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি এসোসিয়েশন (বিএনপিএ) যশোর জেলা শাখা অনুমোদিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত পত্রে ১১ সদস্য বিশিস্ট এ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, গত ১৩ মে সংগঠনের সভাপতি এবি সিদ্দিক হাওলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মিয়া স্বাক্ষরিত পত্রে সংগঠনের যশোর জেলার ১১ সদস্য বিশিস্ট আহবায়ক কমিট অনুমোদন দেয়া হয়। এতে গাওছুল আজম আহবায়ক এবং আশরাফুল আলম সেলিমকে সদস্য সচিব করা হয়।
এছাড়া সদস্যরা হলেন, জহুরুল হক (লাজন), গোলাম মোসাব্বির শান্তি, মনির হোসেন (পিকু), ওসমান গণি, রাশেদ পারভেজ (ফুল), আবু মুছা (মিন্টু), আশফাকুর রহমান (মিল্টন), মোতাব্বের রহমান (রঞ্জু) ও আনিছুর রহমান (বিলাস)।
এ কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে ওই পত্রে জানানো হয়েছে।- প্রেস বিজ্ঞপ্তি