বাংলার ভোর ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোতে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। মোট ৩৫টি আসনের মধ্যে ২৬টিতে সরাসরি দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। বাকি ৯টি আসন ২০-দলীয় জোটের শরিক দলের জন্য রাখা হয়েছে।

এর মধ্যে যশোর জেলায় ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মনোনয়নপ্রাপ্তরা হলেন, যশোর -১ (শার্শা) বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল। যশোর-৩ (সদর) বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুব। যশোর -৫ (মণিরামপুর) শরীক দল। যশোর-৬ (কেশবপুর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে যশোর জেলায় কয়েকজন অপেক্ষাকৃত নতুন মুখ থাকলেও মফিকুল হাসান তৃপ্তি, অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রকৌশলী টিএস আইয়ুবের মতো পুরোনো ও পরীক্ষিত নেতারাও রয়েছেন। মফিকুল হাসান তৃপ্তি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য প্রার্থী। অনিন্দ্য ইসলাম অমিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী এবং জেলা বিএনপির প্রভাবশালী নেতা। প্রকৌশলী টিএস আইয়ুব এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাবেরা নাজমুল মুন্নি এবং কাজী রওনকুল ইসলাম শ্রাবণ দলের তরুণ ও নতুন প্রজন্মের নেতাদের প্রতিনিধিত্ব করছেন। শ্রাবণ ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচিত।

এছাড়াও খুলনার ২২ টি আসন থেকে বিএনপির যারা নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে মেহেরপুর-১ মাসুদ অরুন, মেহেরপুর-২ মো. আমজাদ হোসেন, কুষ্টিয়া-১ রেজা আহম্মেদ, কুষ্টিয়া-২ রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ মো: জাকির হোসেন সরদার, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমি, চুয়াডাঙ্গা-১ মোঃ শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান, ঝিনাইদহ-৩ মোহাম্মদ মেহেদী হাসান, মাগুরা-১ মোঃ মনোয়ার হোসেন, মাগুরা-২ নিতাই রায় চৌধুরী, নড়াইল-১ বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, খুলনা-৫ মোহাম্মদ আলী আসগর, খুলনা-৬ মনিরুল হাসান বাপ্পী, সাতক্ষীরা-১ হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ কাজী আলাউদ্দীন এবং সাতক্ষীরা-৪ মো. মনিরুজ্জামান।

মনোনয়ন ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, দলের পরীক্ষিত এবং সাহসী নেতাদের আমরা মনোনয়ন দিয়েছি। তরুণদেরকেও সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যশোর-৫ আসনটি আমাদের জোটের অন্যতম শরিক দলের জন্য রাখা হয়েছে। অচিরেই সেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটে এই প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়লাভ করে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

বিএনপির এই ঘোষণার পর যশোর জেলার বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। তারা মনে করছেন, দ্রুত প্রার্থী ঘোষণা হওয়ায় নির্বাচনের প্রস্তুতি নিতে সুবিধা হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version