বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলে গণতন্ত্রের চর্চা অব্যাহত রয়েছে। জনগণের কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে দলের সকল কর্মসূচি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হবে।
মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত নগর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিচিতি সভায় সম্মানিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক নেতা অ্যাড. মোহম্মদ ইসহক, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী অনিছুর রহমান মুকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, শেখ শহিদুল বারী রবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু প্রমুখ।