বাংলার ভোর ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশী সময় ধরে সবচেয়ে প্রতিকুল সময় পার করছে দলটি।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকে দলের অবস্থা অনেকটা নাজুক হয়ে পড়ে। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর মুক্তি পান বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলকে গনতান্ত্রিক পন্থায় পুনর্গঠিত করে সর্বস্তরে শক্তিশালী ও আন্দোলনমুখী করার উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজানোর কাজ চলছে পুরোদমে। সেই সঙ্গে তার নেতৃত্বে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চাঙা রয়েছে দলটি। বিএনপির পাশাপাশি ১১ টি অঙ্গসংগঠনের পুনর্গঠন প্রায় সম্পন্ন হয়েছে।
১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর ফেলে আসা ৪৬টি বছরে সংঘাত-বিক্ষোভ, জনপ্রিয়তা আর চড়াই-উৎরাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর উন্নয়ন-উৎপাদনের আধুনিক রাজনীতিকে মূল প্রতিপাদ্য করে ১৯ দফা কর্মসূচির আলোকে মোটে পাঁচ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে। এ দলের সমর্থকরা বিশ্বাস করেন, তার আত্মপরিচয় সে কেবল ‘বাঙালী নয়’, ‘বাংলাদেশী’।
এ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে নিহত হন। কালযাত্রায় বিএনপি দেশ শাসন করেছে ১৮ বছর। তিনবার প্রধানমন্ত্রী হবার গৌরব অর্জন করেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেন। ১/১১ এর পটবদলের পর বিএনপিকে কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কারাগারে পাঠানো হয় দলের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। প্রায় পঙ্গু করে দেয়া হয় তারেক রহমানকে। এক পর্যায়ে লন্ডন চলে যান তিনি। ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় যায় এরপর আওয়ামী লীগ সরকার। বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের খড়গ নেমে আসে। টানা প্রায় সাড়ে ১৫ বছরের আওয়ামী দুঃশাসনে কোণঠাসা হয়ে পড়ে বিএনপি।
শিরোনাম:
- যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলাদা কর্মসূচি পালন
- যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ইতিহাস বিভাগের ৩৩ শিক্ষার্থীকে সম্মাননা
- ‘ট্রেনে চড়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার দাবিতে’ যশোরে রেল অবরোধ
- বেনাপোল বন্দরে কমেছে পাসপোর্টযাত্রী পারাপার
- ৮ পা ও দুই লেজওয়ালা বাছুরের জন্ম !
- নাভারন বাজারে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০
- শ্যামনগরে কীটনাশকের ব্যবহার হ্রাসকরণ দাবিতে মানববন্ধন
- আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে চৌগাছায় বিক্ষোভ