বাংলার ভোর প্রতিবেদক
গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় যশোর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল খালেক ও পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিবকে কারাগারে পাঠিয়েছে আদালত।

জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের এমএম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়। তিনি যশোর জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে শহরের পোস্টঅফিস পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছেযশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ও জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলার তদন্তকারী কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান জানান, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেব জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর। এই মামলায় আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

অপরদিকে, যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মামলায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামির জামিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। জাকির হোসেন শহরের বারান্দীপাড়ার আয়ুব হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে শহরের লালদীঘির পাড়স্থ যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনায় গত ৭ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা শংকরপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট এমএ গফুরের করা মামলার এজাহারভুক্ত আসামি জাকির হোসেন রাজিব দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশি গ্রেফতার এড়াতে বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

 

Share.
Exit mobile version