সংস্কার ও উন্নয়ন পরিষদের ভোটারদের সাথে মতবিনিময়
বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১২ ডিসেম্বর। নির্বাচন সামনে রেখে জমে ওঠেছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি ডিজিটালেও প্রচারণা চালাচ্ছেন।
মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন, কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদ এবং শাহিনুর হোসেন ঠাণ্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ। তবে শাহিনুর হোসেন ঠান্ডু সমিতির বর্তমান সভাপতি হিসেবে রয়েছেন। তারা বিগত ৭ বছর সমিতির কোন নির্বাচন হতে দেননি। বিগত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সাথে আতাত করে তারা চলেছেন। এমনকি ওই বছরগুলোর আয়-ব্যয়ের কোন হিসাবও তারা দেয়নি। যেকারণে শাহিনুর হোসেন ঠাণ্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার নির্বাচন দুই বছর পর হবার নিয়ম রয়েছে। কিন্তু বর্তমান সভাপতি শাহিনুর হোসেন ঠাণ্ডু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ নির্বাচন না দিয়ে ৭ বছর ক্ষমতা আকরে রাখেন। এক পর্যায়ে ভোটারদের দাবির মুখে নির্বাচনের উদ্যোগ নেন গত ৬ মাস আগে। তবে ভুয়া ভোটার তৈরির অভিযোগ তুলে আদালতে মামলা হলে সেটি স্থগিত হয়ে পড়ে। পরে যাচাই বাছাই করে আগামী ১২ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করা হয়। এবারের নির্বাচনে বিগত ফ্যাসিস্টদের সাথে সখ্যকারীদের ভোটাররা বয়কট করবেন। অপর প্যানেলে নিয়ে ভোটারদের ক্ষোভ কাজে লাগাতে মরিয়া হয়ে প্রচারণা চালঅচ্ছেন সংস্কার ও উন্নয়ন প্যানেল।
এ ব্যাপারে সমিতির বর্তমান সভাপতি ও প্যানেল লিডার শাহিনুর হোসেন ঠান্ডু জানান, বিগত সময়ে করোনা ও মামলা চলমান থাকার কারণে নির্বাচন দেওয়া সম্ভভ হয়নি। আর সমিতির পিকনিকে আমর াআয়-ব্যয়ের হিসাব সদস্যদের দিয়েছি। এদিকে আসন্ন ভোটকে সামনে রেখে প্রচার প্রচারণা চলছে সমানতালে। বুধবার শহরের ঢাকা রোডের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদ ভোটারদের একটি অংশের সাথে মতবিনিময় করেছেন। পর্যায়ক্রমে অন্য ভোটারদের সাথেও একইভাবে সভা করবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাসেদুজ্জামান সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি শেখ মনসুর আলী। সভায় বিশেষ অতিথি ছিলেন মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গোলাম ফারুক লিটন, সাধারণ সম্পাদক আতাউল্লাহ, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাওছার আহমদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এজাজ উদ্দিন টিপু। এ সময় সংস্কার ও উন্নয়ন পরিষদের সব প্রার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় এজাজ উদ্দিন টিপু ঘোষণা দেন, আমাদের পরিষদ কমিটি গঠন কতে পারলে আমরা সমিতির অস্বচ্ছল সদস্যদের চিকিৎসা ও তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করা হবে। সমিতি যাতে মাথা উচুঁ করে চলতে পারে তার সব ব্যবস্থা আমরা গ্রহণ করব।
নির্বাচন কমিশনের প্রধান অ্যাড, মো: ইসহক জানান, এবারের নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে দুটি প্যানেল থেকে ৫০ জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৩ জন। আমরা সুষ্ঠু নির্বাচনে যাবতীয় প্রস্তুতি গ্রহন করেছি।