নিজস্ব প্রতিবেদক
‘বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান’ শ্লোগানকে সামনে রেখে আজ থেকে যশোরে শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব। বিজয়ের বায়ান্ন বছর উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে সকাল সাড়ে ১০টায় চিত্রাঙ্কন ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হবে উৎসব।
পওে ৭ ডিসেম্বর বেলা ১১টায় ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে প্রদক্ষিণ করবে শহরের বিভিন্ন সড়কে। ৮ থেকে ১২ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ঐতিহাসিক টাউন হল ময়দানের শতাব্দী বটমূলের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে যশোর শহর ও সকল উপজেলার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ অংশ নেবে।
৪ ডিসেম্বর দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য উপস্থাপন করেন যশোরে বিজয়ের ৫২ বছর পূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল