নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালে যুদ্ধকালীন যশোর রোডের শরণার্থীদের যুদ্ধ বিভীষিকা, অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধ চিত্র নিয়ে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচনা করেছিলেন কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। এটি শুধু একটি কবিতাই নয়, বাঙালির আত্মত্যাগের একটি মূল্যবান উপাখ্যানও।
সেই কালজয়ী কবিতা অবলম্বনে গীতিনৃত্যনাট্য মঞ্চস্থ হয়েছে। গতকাল রাতে যশোরের টাউনহল ময়দানের রওশন আলী মঞ্চে। বুদ্ধিজীবী দিবসে সাংস্কৃতিক সংগঠন শেঁকড়ের সদস্যদের মঞ্চায়নে এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন।
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতা অবলম্বনে গীতি-নৃত্যনাট্যটি মঞ্চায়নের সময়ে পুরো মঞ্চটি মহান মুক্তিযুদ্ধের প্রতীকী সময়ের রূপ নেয়। ৫০ জন সাংস্কৃতিক শিল্পীদের আধাঘণ্টায় পরিবেশিত নাটকে বাঙালিদের ওপর ব্রিটিশদের নির্যাতন থেকে শুরু করে ৫২’র ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধকালীন সময়ে যশোর রোডে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধচিত্র ঘটনা প্রবাহের প্রতীকী মঞ্চায়নের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। শিল্পী কলাকুশলীদের প্রাণবন্ত এ উপাস্থাপনা দেখে এ সময় উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ দর্শকদের চোখ ছলছল হয়ে ওঠে। নাটকটির নির্দেশনা করেন শেঁকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।
শিরোনাম:
- নারীর নগ্ন ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক আটক
- যশোরে বিদেশি কুকুরের একসাথে ১৪ টি বাচ্চা প্রসব
- গণপিটুনিতে হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
- ‘গণভোটে আমরাই প্রার্থী’
- হাইকোর্টের নির্দেশে যশোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির খালিদ সাইফুল্লাহ জুয়েল
- শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে এমএম কলেজে বিক্ষোভ
- আর.এন. রোড ক্রীড়া চক্রের কম্বল বিতরণ

