বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) ২০২৫ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী যশোরের কৃতি শিক্ষার্থী রুফফা নূর জারিয়াহকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আগামীতে আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই মেধাবী ছাত্রীকে শনিবার বিকেলে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সরকারি মাইকেল মধুসূদন কলেজের মেধাবী শিক্ষার্থী রুফফা, ৬ সদস্যের বাংলাদেশ দলের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এখন ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রাশিয়ার সোচিতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যশোরের বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জে.সি.বি বিজ্ঞান ক্লাব এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে রুফফার মা মমতাজ পারভিন মিতাসহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে রুফফাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং তাকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। পরবর্তীতে রুফফা নূর জারিয়াহ জে.সি.বি বিজ্ঞান ক্লাবের সাথে তার দুই বছরের পথচলার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, বিজ্ঞান ক্লাবের এই পরিবেশই তাকে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করেছে।

ক্লাব পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য রুফফার হাতে একটি শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেয়া হয়।
এ সময় ক্লাবের সহ-সভাপতি জিহাদ হাসান, সাধারণ সম্পাদক ইজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম মুসাবসহ অন্যান্য সংগঠকগণ উপস্থিত ছিলেন। তাঁরা আশা প্রকাশ করেন, রুফফা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে।

Share.
Exit mobile version