কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ রাজন বিশ^াস (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজন বিশ^াস উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, রাজন বিশ^াস একজন সন্ত্রাসী। কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানার পুলিশ একতারপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের জনৈক রিপনের বসতবাড়ির সামনের রাস্তা থেকে রাজনকে আটক করা হয়। এরপর তার কোমরে থাকা একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগেও রাজন বিশ^াসের নামে নাশকতা ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম:
- ‘আমার ভাবনায় বাংলাদেশ’—জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা শুরু
- কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
- যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস

