বাংলার ভোর প্রতিবেদক
৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যশোরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোরের দুই দিনব্যাপি নাট্যমেলা সম্পন্ন হয়েছে। শনিবার সমাপনী দিনে ৫টি নাটক মঞ্চস্থ হয়েছে।
নাটক শেষে বাউল গানের আসর দিয়ে শেষ হয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের।
এর আগে দিনের শুরুতে বিবর্তন যশোরের আবৃতি শিল্পীরা কবিতা আবৃতি করেন।
এদিন সন্ধ্যায় প্রথমে ডায়মন্ড ক্লাবের পরিবেশনায় নাটক ‘এজাহার’ মঞ্চস্থ হয়।
এরপর একে একে তির্যক যশোরের নাটক ‘ইদারা’, বিবর্তন যশোরের নাটক ‘তোতারাম’, প্রত্যয় থিয়েটারের নাটক ‘মানবতার শহর’ এবং শেকড় যশোরের নাটক ‘পাওনাগন্ডা’ মঞ্চস্থ হয়।
বাউল সাধক লালন ফকিরের ‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি.. গানের মর্মবাণীকে ধারণ করে এবারের অনুষ্ঠানমালা সাজানো হয়।