বাংলার ভোর প্রতিবেদক
বাংলার ভোর পত্রিকার স্বপ্নদ্রষ্টা এবং পত্রিকার সম্পাদকের পিতা প্রথীতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন স্থানে তাঁর রুহের মাগফেরাত কামনা কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পারিবারিক ও সামাজিক আয়োজনে এসব দোয়ায় স্থানীয় মাদ্রাসার কোরআন শিক্ষার্থী, মুসল্লী, গণমান্যব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
রোববার বাদ জোহর উপশহর বি ব্লক জামে মসজিদে এবং নতুন খয়েরতলা ইয়াতিমখানায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর উপশহর ডি ব্লক মসজিদে এবং বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামে অবস্থিত আরশাদ-আছিয়া মাদ্রাসায় দেয়া অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী শুক্রবার বিভিন্ন মসজিদে দোয়া ও কোরআন খতম করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

