বাংলার ভোর প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সকালে যশোরের জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বৃহত্তর যশোরের বিএলএফ প্রধান আলী হোসেন মনি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রতিফ, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সরোয়ার হোসেনসহ অন্যান্য বক্তারা।
বীর মুক্তিযোদ্ধারা তাঁদের যুদ্ধকালীন স্মৃতির কথা তুলে ধরে বলেন, পাকিস্তানি বাহিনী পরাজয় নিশ্চিত জেনে ১৪ তারিখ রাতে আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। তাঁরা দেশ বর্তমানে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে এই পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আমাদের দেশের সূর্য সন্তানেরা স্বাধীনতার ঠিক দুই দিন আগে চলে গেছেন। তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি। তিনি দেশের বর্তমান বুদ্ধিজীবীদের রাজনৈতিক দলে বিভক্ত হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এবং বলেন, এটা তাদের হওয়ার কথা ছিলো না।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুক হক সাবু, সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর গোলাম রসুল, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল, মো. নুরুজ্জামান প্রমুখ।

