বাংলার ভোর প্রতিবেদক

বিগত ১৫ বছরের বঞ্চনার প্রতিবাদে বুধবার ঢাকার পিআইবি অফিস প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বেলা ১২ টাই এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে।

জানা গেছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারী প্রতিষ্ঠান। বিগত ১৫ বছর যাবৎ পিআইবি কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত ও বৈষম্যের স্বীকার হয়েছেন। গত ৬ বছর যাবৎ মহাপরিচালক জাফর ওয়াজেদ ও পরিচালক, প্রশাসন (চ.দা.) মো. জাকির হোসেনের স্বেচ্ছাচারিতায় অফিসে এই দুইজন দুর্নীতি, লুটপাটসহ নানা অনিয়মে লিপ্ত হন। এ সময় পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীরা কথা বলতে গেলেই দেয়া হতো হুমকি-ধামকি। দেখানো চাকরি হারানোর ভয়।

বর্তমানে দেশের নতুন প্রেক্ষাপটে পিআইবি’র নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীগণ মহাপরিচালকের অপসারণ পরিচালক, প্রশাসন (চ.দা.) মো. জাকির হোসেন-এর চাকরি থেকে অব্যাহতির দাবি করে বুধবার পিআইবি অফিস প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবেন।

এদিকে, পিআইবির নির্যাতিতদের পক্ষ থেকে ও সচেতন সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে পিআইবির সিনিয়র প্রশিক্ষণ পারভীন সুলতানা রাব্বীকে মাহপরিচালক হিসেবে পদায়নের। তিনি দীর্ঘ ২০ বছর ধরে বঞ্চিত অবস্থায় ওই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

Share.
Exit mobile version