বিবি বিনোদন ডেস্ক
আচমকাই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। লিখেছেন, ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন-অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না-মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং-এর সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। প্লিজ ক্যারি অন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হুট করে বুবলী কার উদ্দেশে ওই পোস্ট দিলেন, তা অজানা। কোন নায়ক ও তার গ্যাংয়ের রিজিক বুবলী ব্যবস্থা করছেন, তাও স্পষ্ট নয়।

এর আগে গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলী ‘প্রেম করছেন’-মন একটি গুঞ্জন চাউর হয়। তা ছাড়া ওই প্রেম সম্পর্কিত ফারজানা মুন্নীর একটি পোস্টের স্ক্রিনশট ও অডিও সামাজিক যোগাযোগমাধমে ভাইরাল হয়।

অন্যদিকে গত রোববার একটি বেসরকারি টেলিভিশনে বুবলীর সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খান এক ফোনালাপে বুবলীর বিষয়ে কিছু কথা বলেছেন।

ছড়িয়ে পড়া অডিও ও বুবলীর বিষয়ে শাকিব বলেন, এই কথাগুলো আমি বলতে চাই না। কথাগুলো বললে, আমি আমার নিজের কাছেই খুব লজ্জিত মনে করব, অপমানিত মনে করব। মুন্নী ভাবিকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো একজন মানুষকে এত অসহায়ভাবে কখনো আশা করিনি।

তিনি আরও বলেন, এমন একটা মানুষ নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। মুন্নী ভাবির অডিও আমি পরেও শুনেছি, আমাকে যা বলেছেন, এটা আমি আশা করিনি। মিডিয়াতে কার রূপ যে কখন চেঞ্জ হয়! যা হোক, এটা আমার কোনো বিষয় নয়। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না।

চিত্রনায়ক বলেন, ‘যেই মানুষটির আমার জীবনে কোনো অস্তিত্ব নেই, তাকে নিয়ে আমি কথা বলতেই চাই না। তার সাথে আমার সম্পর্ক নেই, আমার লাইফে তার কোনো অস্তিত্ব নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা আমি কেন করতে যাব! আমার তো কোনো দরকার নেই।

শাকিব বলেন, তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি আমরা। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন এবং সেটার অডিও আমি শুনলাম।

তিনি আরও বলেন, আমি অনেকবার অনেক কিছু কিন্তু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর চেপে গেছে, আমি চুপ করে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে চাইনি, আজও বলছি না।

এর আগেও অনেকের সঙ্গে বুবলী সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি করেছেন শাকিব। সেজন্য তাকে সাবধানও করেছিলেন কয়েকবার। শাকিবের কথায়, ‘তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। সেটার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আমি না-ই বললাম।

আর ওইগুলো (স্ক্যান্ডাল) হয়ত তাদের ওয়াইফরা বলেননি বা এতটা ছড়ানোর আগে অনেক ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ছড়ায়নি। এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনও কিছু বলতে চাইনি। আজও বলছি না। কাউকে বলছি না যে, তাপসের বউ আমাকে কী বলেছেন!

অনেকটা আক্ষেপ করে শাকিব আরও বলেছেন, ‘আমি আসলে বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলীকে বিয়ে) আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষের বাহ্যিক আচরণ দেখে তাকে জাজ করা মুশকিল। সিনেমাতে যেমন দেখা যায়, যাকে চিন্তাই করতে পারি না যে তিনি ক্রিমিনাল হতে পারে। পরে দেখা যায়, তিনি সবচাইতে বড় ক্রিমিনাল।

আমি হয়তো বরাবরই মানুষ চিনতে ভুল করে থাকি। মানুষের বাহ্যিক আচরণ দেখে, মানুষকে এখন জাজ করা খুব মুশকিল’ নিজের কথায় যুক্ত করেন শাকিব।

শেষে তিনি বলেন, খালি চোখে দেখা যাচ্ছিল আমিই বড় ক্রিমিনাল। যা হোক, দিনশেষে অনেক কিছুই তো অনেক মানুষ বুঝে গেছে।

২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। সন্তান ইস্যুতেই তাদের বিয়ে-দাম্পত্যের গল্প সামনে আসে; তাও বিয়ের চার বছর পর, ২০২২ সালের অক্টোবরে।

 

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version