বাংলার ভোর প্রতিবেদক:
যশোরে সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে ভিড় কমেছে কাঁচা বাজারে। প্রয়োজনীয় খাদ্য সামগ্রি কিনতে আসা ক্রেতার সংখ্যাও হাতে গোনা। কাঁচা বাজারে ভিড় না থাকলেও পর্যাপ্ত তরি তরকারির আমদানি দেখা গেছে। ক্রেতার চাপ কম থাকাতে বসে বসে সময় পার করছেন বিক্রেতারা।
শুক্রবার শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি কম। সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরি তরকারিতে ভরপুর কাঁচা বাজার। এদিন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি মিষ্টি কুমড়া ৩৫ থেকে ৪০ টাকা, কচুরমুখি ৫০ টাকা, আমড়া ৪০ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, কলা ৬০ টাকা, পটল ২০ থেকে ৩০ টাকা, উঁচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, শুকনো মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকা, আলু ৬০ টাকা, লাউ ৩০ থেকে ৩৫ টাকা(পিস), বেগুন ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ২০০ টাকা, শশা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে গরুর মাংস ৭৫০ টাকা, ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১শ ৫০ টাকা, জাত ভেদে মুরগির মাংস ১৮০ থেকে ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বড় বাজারের কাঁচামাল বিক্রেতা আব্দুল কালাম বলেন, কাঁচামালে তরকারির আমদানি বেড়েছে। তাছাড়া সবজির দাম কমতে শুরু করেছে। ভারত থেকে এলসি কাঁচা মরিচ আসছে। আজকের বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে।
রিফাত হোসেন নামে অন্য এক বিক্রেতা বলেন, সারাদিন বৃষ্টির কারণে বাজারে লোক আসতে পারেনি। শুক্রবার ছুটির দিন থাকলেও বেঁচা বিক্রি তেমন হচ্ছে না। এখন মোকামে সবজি পাচ্ছি। বাজারে চাহিদা মোতাবেক সবজি আছে। কিছু সবজির দাম কমেছে।
বায়জিত বোস্তামি নামে একজন ক্রেতা বলেন, কাঁচা মরিচ, বেগুনসহ কয়েকটা সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। ৪০ থেকে ৬০ টাকা কেজির মধ্যে বেশ কিছু তরকারি আছে। বৃহস্পতিবার মরিচের দাম ১২০ টাকা ছিলো। একদিনের ব্যবধানে ৬০ টাকা কেজিতে বেড়েছে। বৃষ্টির ভিতরেও বাজার করতে আসতে হলো ছুটির দিন ছাড়া বাজার করার জন্য হাতে সময় কম থাকে।
রাজগঞ্জ সংবাদদাতা জানান, বৃষ্টির দোহাই দিয়ে রাজগঞ্জের সবজির বাজারে যেন আগুন লাগিয়েছেন ব্যবসায়িরা। সবজির বাজার ঘুরে দেখা যায়, পটল প্রতি কেজি ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, কুমড়া ৩৫ টাকা, কিয়া ৩০ টাকা, কচুর লতি ৪০ টাকা, ওল ৮০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, আমড়া ৩০ টাকা, আলু ৭০ টাকা, করলা ১০০ টাকা।