তালা সংবাদদাতা

সাতক্ষীরা তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শুভাষিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও দু’ বারের জনপ্রিয় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত জনপদের উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও তালার জলাবদ্ধতা নিরসন করবো।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অ্যাড. মিজানুর রহমান।

সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল, মহব্বত আলী সরদার, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুবনেতা আতিয়ার রহমান, মোস্তফা হোসেন মন্টু, স্বেচ্ছাসেবক নেতা গাজী মুহিত, জাসাস নেতা ফারুক হোসেন, ছাত্রনেতা রিজভী আহমেদ, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান রাজু, ইমরান গোলদার, খান আল মাহবুব হুসাইনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share.
Exit mobile version